চাঁপাইনবাবগঞ্জে কামরুল হাসান নামের এক পুলিশকে কুপিয়ে পালিয়েছে তার স্ত্রী । 523 0
প্রতিকী ছবি
চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) কামরুল হাসানকে কুপিয়ে আহত করেছে তার স্ত্রী। এ ঘটনার পর থেকে তার স্ত্রী পলাতক রয়েছে ।রোববার (১ মার্চ) বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুরে এ ঘটনা ঘটে। ওই এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন কামরুল হাসান ও তার স্ত্রী। স্ত্রীর বিস্তারিত পরিচয় ও নাম জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এটিএসআই কামরুলের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে রোববার বিকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তার স্ত্রী কামরুলকে হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় কামরুল হাসানকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান প্রতিবেদককে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক স্ত্রীকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।